দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির অন্যতম লাইফ-লাইন মোংলা সমুদ্রবন্দর। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের সাথে এই বন্দরের সহজ যোগাযোগ স্থাপন করেছে পদ্মা সেতু।
যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে মোংলা উপজেলায় ইতোমধ্যেই গড়ে উঠেছে বেশ কয়েকটি শিল্পকারখানা। বিনিয়োগকারীদের অন্যতম আগ্রহের স্থান এই উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন। চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রতিনিয়ত বাড়ছে এই এলাকার জমির দাম। জমির দাম বৃদ্ধির পাশাপাশি এই অঞ্চলে সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থান।
স্থানীয় একজন জানান, 'এ এলাকায় এখন শিল্পকারখানা বেড়েছে। আশেপাশের রাস্তাঘাটও ভালো হয়েছে। কারখানা হওয়ায় আমরা ভালো কাজ করছি। এছাড়াও আগের চেয়ে বেড়েছে জমির দাম। আগের চেয়ে দুই থেকে তিনগুণ বেশি দাম বিক্রি হচ্ছে জমি।'
এলাকায় নতুন বিনিয়োগকারীদের আগমনে অর্থনৈতিকভাবে অনেকটাই স্বাবলম্বী হচ্ছেন স্থানীয়রা, যা আঞ্চলিক অর্থনীতির সমৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন জনপ্রতিনিধিরা।
বুড়িডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস বলেন, 'দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আমাদের ইউনিয়নে শিল্পকারখানা করার চেষ্টা করছে। পাশেই মোংলা বন্দর হওয়ায় অর্থনৈতিক বিনিয়োগ করে তারা ভালো করতে পারবে।'
কৃষি ও মৎস্য চাষ এই এলাকার বাসিন্দাদের প্রধান পেশা হলেও, শিল্প-কারখানা গড়ে উঠায় সেই চিত্র বদলেছে মোংলায়।