আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

ভারতে রপ্তানি হচ্ছে ধান মাড়াই মেশিন

দিনাজপুর

চাহিদা থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হচ্ছে ধান মাড়াই মেশিন। বাংলাদেশের পাউল এন্টারপ্রাইজ নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব মেশিন ভারতে রপ্তানি করছে।

আজ (মঙ্গলবার, ১ অক্টোবর) দুপুরে বাংলাদেশি একটি ট্রাকে ধান মাড়াই মেশিন ভারতে প্রবেশ করে। ভারতের আশা এন্টারপ্রাইজ নামের আমদানিকারক প্রতিষ্ঠান এসব আমদানি করছে। ভারতের ত্রিপুরা রাজ্যের এসব ধান মাড়াই মেশিন রপ্তানি হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ।

রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রুমি বলেন,'ভারতে চাহিদা থাকায় বেশকিছু দিন থেকে ধান মাড়াই মেশিন আমাদের প্রতিষ্ঠান রপ্তানি করছে। আজকেও দুটো ধান মাড়াই মেশিন ভারতে রপ্তানি করা হলো। প্রতিটি ধান মাড়াই মেশিন ৩ হাজার ৪শ' ডলারে রপ্তানি হচ্ছে।'

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর