আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

চট্টগ্রাম বন্দরে পোশাক খাতের পণ্য খালাসে সাতদিনের জরিমানা মওকুফ

সাম্প্রতিক সহিংসতায় চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে দেরি হওয়ায় সাত দিনের বন্দর ভাড়া বা ডেমারেজ চার্জ মওকুফ করেছে সরকার। তবে এ সুবিধা পাবেন শুধু পোশাক খাতের ব্যবসায়ীরা।

সাম্প্রতিক অস্থিরতায় চট্টগ্রাম বন্দরে আটকে পড়া পোশাক শিল্পের আমদানি চালানের জন্য বন্দর ভাড়া ছাড় দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল নৌপরিবহন মন্ত্রণালয়। কোন সময় ও কী শর্তে এই ছাড় পাওয়া যাবে, তা স্পষ্ট করেছে মন্ত্রণালয়।

আজ (৩০ জুলাই, মঙ্গলবার) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত ২৮ জুলাই নৌ পরিবহন মন্ত্রণালয়ে এক বৈঠকে জরিমানা মওকুফের আবেদন জানান বিজিএমইএ নেতারা।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৬ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত পোশাক খাতের যেসব পণ্য চট্টগ্রাম বন্দরে এসেছে ও আসবে সেসব পণ্য সর্বোচ্চ সাত দিনের ডেমারেজ চার্জ মাফ পাবেন। তবে সব পণ্যই ১৪ আগস্টের মধ্যে খালাস করতে হবে। ১৫ আগস্ট থেকে এ সুবিধা আর পাওয়া যাবে না।

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সহিংসতায় অচল হয়ে পড়ে চট্টগ্রাম বন্দরও। সারাদেশে সড়ক-মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কারফিউসহ সহিংসতার কারণে বন্দর থেকে প্রায় এক সপ্তাহ পণ্য খালাসে ধীরগতি দেখা দেয়।

এতে বন্দর ইয়ার্ডে আমদানি-রপ্তানির বিপুল পণ্যবাহী কনটেইনার আটকা পড়ে। তৈরি হয় জট। চট্টগ্রাম বন্দরে আসা পণ্য চারদিনের মধ্যে খালাস করলে জরিমানা গুনতে হয় না। এরপর প্রতিদিনের জন্য নির্দিষ্ট হারে জরিমানা আদায় করে বন্দর কর্তৃপক্ষ।