আমদানি-রপ্তানি
অর্থনীতি
ছয় হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার
প্রতি কেজি ১০২.৯ টাকা দরে ছয় হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার। স্থানীয়ভাবে উন্মুক্ত পদ্ধতিতে ট্রেডিং করপোরেশন বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে এই পণ্য কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ (বৃহস্পতিবার, ২৫ এপ্রিল) সচিবালয়ে কমিটির সংক্ষিপ্ত বৈঠকে ৮টি উত্থাপিত প্রস্তাবের সবগুলোই অনুমোদিত হয়। এর মধ্যে ৭টি প্রস্তাবই আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সার কেনা সম্পর্কিত।

প্রতি মেট্রিক টন ৫৫৪ মার্কিন ডলার দরে সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কিনবে সরকার। প্রতি মেট্রিক টন ৩৭৯ দশমিক পাঁচ শূন্য মার্কিন ডলার দরে, মরক্কো থেকে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার কেনা হবে।

রাশিয়া থেকে প্রতি মেট্রিক টন ২৮৯ দশমিক সাত পাঁচ মার্কিন ডলার দরে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার কিনবে সরকার। প্রতি কেজি ৫২৬ দশমিক দুই পাঁচ মার্কিন ডলার দরে চীন থেকে ৮০ হাজার মেট্রিক টন ডিএপি সার কিনবে সরকার।

এছাড়া সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার। এক কার্গোর দাম পড়বে প্রতি ইউনিট ১০ দশমিক সাত তিন মার্কিন ডলার, আরেক কার্গোর দাম পড়বে প্রতি ইউনিট ১০ দশমিক ৮৬৩ মার্কিন ডলার।

এওয়াইএইচ