আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

যাতায়াতে সুবিধা বাড়ায় বাণিজ্যমেলায় বাড়ছে দর্শনার্থী

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গতবারের তুলনায় ক্রেতা-দর্শনার্থী বেড়েছে। টিকিটের ইজারাদার প্রতিষ্ঠান বলছে, আগের চেয়ে প্রবেশমূল্য কিছুটা বাড়লেও বিআরটিসির বাস সুবিধা বাড়ায় দর্শনার্থী বাড়ছে। এতে টিকিট বিক্রিতে গত বছর লোকসান হলেও এবার মুনাফার আশা ইজরাদারদের।

গত বছরের চেয়ে এবার মেলায় প্রবেশে টিকিটের দাম বেড়েছে ১২ শতাংশ। ৫ থেকে ৮ বছর বয়সীদের জন্য টিকিটের মূল্য ৫ টাকা বাড়িয়ে ২৫ টাকা আর প্রাপ্ত বয়স্কদের টিকিট ১০ টাকা বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে।

শুরুর দিকে তেমন ক্রেতা-দর্শনার্থী না এলেও সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে ভিড়। টিকিট দেয়ার ব্যস্ততা বেড়েছে বিক্রেতাদের। মোট ৪৮টি বুথ থেকে বিক্রি করা হচ্ছে টিকিট। সাপ্তাহিক ছুটির দিনে এই ব্যস্ততা বাড়ছে কয়েক গুণ।

গতবার প্রায় ৫ কোটি ৪০ লাখ টাকায় টিকিটের টেন্ডার নেয় 'মেসার্স আবদুল্লাহ এন্টারপ্রাইজ'। প্রতিষ্ঠানটির দাবি, ১২ লাখ টিকিট বিক্রি করে প্রায় ৪ কোটি টাকা আয় করলে গতবার লোকসান হয় তাদের।

তবে গতবারের চেয়ে এবার ৪০ লাখ টাকা কমেই ৫ কোটি টাকা দরে টেন্ডার পেয়েছে একই প্রতিষ্ঠান। সঙ্গে টিকিটের দাম বেশি হওয়ায় এবার মুনাফার আশা ইজারাদারের।

পূর্বাচলে বাণিজ্য মেলায় আসতে এবার যোগাযোগ ব্যবস্থার সুবিধাও বেড়েছে আগের চেয়ে। কুড়িল বিশ্বরোডের পাশাপাশি এবার বিআরটিসি'র বিশেষ বাস সুবিধা রয়েছে নরসিংদী, নারায়ণগঞ্জ ও খেজুরবাগান থেকেও। এজন্য গতবারের চেয়ে এবার অনেকটাই বেড়েছে ক্রেতা দর্শনার্থী। ইজারাদার মাসুম চৌধুরী অপু বলছেন, টিকিট বিক্রির হার এবার ১০ শতাংশের বেশি।

স্কুল শিক্ষার্থীদের বাণিজ্য মেলায় প্রবেশে কোনো টিকিট লাগছে না। আগে থেকেই স্কুল কর্তৃপক্ষ যোগাযোগ করে এলে সেই স্কুলের শিক্ষার্থীদের বিনা টিকিটেই প্রবেশের সুবিধা রেখেছে ইজারাদার প্রতিষ্ঠান। তবে এ সুবিধা বন্ধ থাকছে সাপ্তাহিক ছুটির দিনে।