পর্দা নামলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

0

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর বছরের প্রথম দিন থেকেই দেশি-বিদেশি পণ্যের সমাহারে শুরু হয়। ক্রেতারা বিশেষ ছাড়ে পণ্য কিনে সন্তুষ্ট হলেও মাসজুড়ে পণ্যের দাম ও মান নিয়ে ছিল অভিযোগ। বিশ্রামাগারসহ অন্যান্য সুবিধার অভাবও ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় দর্শনার্থীদের কাছে। মেলার সমাপনীতে ৫১টি প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়া হয় এবং বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধির ও বৈচিত্র্যময় পণ্য উৎপাদনের আহ্বান জানান।

প্রতিবছরের ন্যায় বছরের এবারও প্রথম দিনেই নানারকম দেশি-বিদেশি পণ্যের সমাহারে শুরু হয়েছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর।

মেলার শুরু থেকেই ঘর সাজানোর জিনিস থেকে ছোট বাচ্চাদের খেলনা, সবকিছুতেই পাওয়া গিয়েছে বিশেষ ছাড় যাতে খুশি ক্রেতারা।

তবে মেলায় পণ্যের দাম এবং মান নিয়ে অভিযোগ ছিল পুরো মাসজুড়ে এবং শেষ মুহূর্তেও ছিল একই সুর। এছাড়া বিশ্রামাগারসহ অন্যান্য ব্যবস্থা না থাকায় ভোগান্তির কথাও জানান তারা।

এদিকে মেলার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫১টি প্রতিষ্ঠানকে সাফল্যের স্বীকৃতি দেয়া হয়। আয়োজকেরা জানান, নানা সীমাবদ্ধতা নিয়েই আয়োজন করা হয় এবারের বাণিজ্য মেলা।

সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন ব্যবসায়ীদের নিজেদের সক্ষমতা বৃদ্ধি এবং বৈচিত্র্যময় পণ্য উৎপাদনের আহ্বান জানান।

এসএস