কর্পোরেট
0

অস্থির বাজারে স্বস্তির অফারে মিনিস্টার দিচ্ছে কোটিপতি অফার

'অস্থির বাজারে স্বস্তির অফারে' মিনিস্টার ইলেক্ট্রনিক্স দিচ্ছে কোটিপতি অফার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৩৭,৩৮,৩৯ এই তিনটি প্যাভিলিয়নসহ দেশের ২০০টিরও অধিক শো-রুমে মিনিস্টার দিচ্ছে এ অফার।

এ অফারের মাধ্যমে ক্রেতাগণ মিনিস্টার ফ্রিজ, এসি, এলইডি টিভি, ওয়াশিং মেশিন ও মাইক্রো ওয়েভ ওভেন কিনলেই পাচ্ছেন স্ক্র্যাচকার্ড আর কার্ড ঘষে হতে পারেন কোটিপতি।

সেই সাথে আরো থাকছে নানান ধরনের ইলেক্ট্রনিক্স পণ্য ফ্রি ও উপহার সামগ্রীসহ বিশাল ডিসকাউন্ট। এছাড়াও হতে পারেন লাখপতি, পেতে পারেন একটি কিনলে আরেকটি ফ্রি, গ্রাইন্ডার, ব্লেন্ডার, রাইস কুকার, কেটলি, ফ্যানসহ নিশ্চিত আকর্ষণীয় গিফট।

এছাড়া ফ্রিজে থাকছে ১ লাখ ৩ হাজার ২৬১ টাকা পর্যন্ত নগদ মূল্যছাড়।

গত ৩০ নভেম্বর মিনিস্টারের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অফারটি ঘোষণা করেন প্রতিষ্ঠানের হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশনস সোহেল কিবরিয়া।

ইএ