খুলে দেওয়া হয়েছে বন্ধ পোশাক কারখানা

Shahinur Sarkar
গাজীপুর
0

গার্মেন্টস কারখানাগুলোতে পুরোদমে শুরু হয়েছে কাজ

শ্রমিক আন্দোলনের মুখে সাভার-গাজীপুরে বন্ধ করে দেয়া বেশিরভাগ পোশাক কারখানা চালু হয়েছে।

সকাল থেকে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। পুরোদমে শুরু হয়েছে কারখানাগুলোর কার্যক্রম। এর আগে শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১২ নভেম্বর কারখানার সম্পদ রক্ষায় শ্রম আইনের ১৩/১ ধারায় ১৩০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএ। পরিস্থিতি শান্ত হওয়ায় আবারো কারখানা চালুর সিদ্ধান্ত নেয় তৈরি পোশাক মালিকদের এই সংগঠন। নিম্নতম মজুরি বাড়ানোর দাবিতে গত ২৩ অক্টোবর থেকে আন্দোলনে নামে পোশাক শ্রমিকরা। এক পর্যায়ে সহিংস রূপ নেয় ২৯ অক্টোবর থেকে। এক গেজেট বিজ্ঞপ্তিতে নিম্নতম মজুরি বোর্ড জানিয়েছে শ্রমিকদের নিম্নতম মজুরি হবে ১২ হাজার ৫০০ টাকা। সরকারের এই ঘোষণার আগে বিজিএমই’র প্রস্তাব ছিল ১০ হাজার ৪০০ টাকা এবং শ্রমিকদের দাবি ছিল ২৩ হাজার টাকা। দফায় দফায় আলোচনা শেষে ৫৬ শতাংশ বাড়িয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করে সরকার। নতুন এই বেতন ডিসেম্বর থেকে কার্যকর।

এসএসএস

আরও পড়ুন: