নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন ক্ষমতায় এলে পৃষ্ঠপোষকতা বাড়াবেন ডিজিটাল সম্পদে, নিয়ন্ত্রণ করবেন শিথিল। এর প্রভাবেই যুক্তরাষ্ট্রে ৫ নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিতের পর থেকে তুঙ্গে বিটকয়েন।
করোনাভাইরাস মহামারি, বিশ্বজুড়ে লকডাউন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইত্যাদির জেরে ২০২০ সাল থেকে একের পর এক উত্থান-পতনের সাক্ষী বিটকয়েনে বিনিয়োগকারীরা। সবশেষ চলতি বছরের শুরু থেকেই ধীরে ধীরে চাঙা হতে শুরু করে বাজার। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর ইতিহাসে প্রথমবার নভেম্বরে এক লাফে ৯০ হাজার ডলারে পৌঁছায় বিটকয়েনের দাম।
এক বিটকয়েন বিনিয়োগকারীরা বলেন, ‘এটা নিঃসন্দেহে লাভজনক। শুধু যে দাম বাড়ছে তা নয়, বিটকয়েন এমন এক প্রযুক্তি যা অর্থ সঞ্চয়ে এবং মূল্যস্ফীতির ক্ষতি এড়াতে সাহায্য করে। আমরা সবাই জানি যে বিশ্ব অর্থনীতি কঠিন সময় পার করছে এবং আমাদের মুদ্রাও দুর্বল হচ্ছে। এ সময় বিটকয়েনই ভরসা।’
দারুণ সাফল্যে উচ্ছ্বাস বাঁধ ভেঙেছে দেশে দেশে ক্রিপ্টোমুদ্রায় বিনিয়োগকারীদের। বাজারমূল্যে অনেকেরই পোর্টফোলিও এখন দ্বিগুণের বেশি, এক বছর আগেও যা ছিল অকল্পনীয়।
আরেক বিনিয়োগকারীরা বলেন, ‘বিটকয়েন আর অন্য সবগুলোর দাম যেভাবে বাড়ছে, তাতে আমি ভীষণ খুশি। আমার পোর্টফোলিও আগের চেয়ে দ্বিগুণ হয়েছে বেড়ে। এখন আমি আমার যা ইচ্ছে করতে পারি, আবার আমার টাকাও বাড়ছে। যদিও একটা বিটকয়েনও পুরো কেনা নেই আমার।’
সর্বনিম্ন দাম হিসেবে এক ডলারেরও নিচে নামার দেড় দশকের মাথায় বর্তমানে এক লাখ ডলারের নতুন মাইলফলক ছোঁয়ার পথে বাজারমূল্যে বিশ্বের শীর্ষ ও অপ্রতিদ্বন্দ্বী বিটকয়েন। শুক্রবার প্রথম রেকর্ড ৯৯ হাজার ৮শ ডলারে পৌঁছায় বিটকয়েনের দাম, যা এযাবৎকালের সর্বোচ্চ। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের জয়ের তিন সপ্তাহে বিটকয়েনের দর বেড়েছে ৪৫ শতাংশ। চলতি বছর এখন পর্যন্ত এ হার ১৩০ শতাংশ।
আরেক ক্রিপ্টো বিনিয়োগকারীরা বলেন, ‘এটা বিশাল ঘটনা। মনস্তাত্ত্বিকভাবেও বিটকয়েনের এমন দাম দেখার প্রভাব অনেক। কারণ দীর্ঘদিন ধরে আমরা বিটকয়েনের দাম এক লাখ ডলারে উঠবে কবে, এমন হা-হুতাশ করছিলাম। এখন বাস্তবে এটি ঘটতে দেখা সত্যি দারুণ।’
গেলো ফেব্রুয়ারি মাস থেকেই স্থিতিশীলভাবে ঊর্ধ্বমুখী বিটকয়েন। তবে চলতি মাসে রাজকীয় এ ক্রিপ্টোমুদ্রার নাটকীয় উত্থানের ফলে বছরের সর্বনিম্ন ৩৮ হাজার ৫০৫ ডলার থেকে বেড়ে বর্তমান দাম দ্বিগুণের বেশি। বাজার বিশেষজ্ঞদের মতে, বছরের শেষে ফের নিম্নমুখী হবে বিটকয়েন।
টোকোক্রিপ্টোর প্রধান বিপণন কর্মকর্তাওয়ান ইকবাল বলেন, ‘এই চক্রের অবসান ঘটবে এবং বছরের শেষে কিংবা নতুন বছরের শুরুতে সাধারণ দাম কমতে শুরু করে বা সর্বকালের সর্বোচ্চ থেকে আগের দামে ফিরে আসে। তবে এ বছর বিটকয়েনের অপ্রত্যাশিত যাত্রার সাক্ষী হয়েছি আমরা, একইসঙ্গে বড় বড় প্রতিষ্ঠান এবং অনেক দেশকেও বিটকয়েনে বিনিয়োগ করতে দেখছি। তাই আমাদের কল্পনার চেয়েও বেশি দামে বিটকয়েনের মান স্থিতিশীল হতে পারে।’
বিশ্বজুড়ে তুমুল উত্তেজনার মুখে আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের বাজারমূল্য প্রথমবার তিন ট্রিলিয়ন বা তিন লাখ কোটি ডলার ছাড়িয়ে গেছে, জানিয়েছে কয়েনগেকো।