ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বিটকয়েনের জ্বরে পুড়েছে গোটা বিশ্ব। লাফিয়ে লাফিয়ে বেড়ে একপর্যায়ে ভার্চুয়াল মুদ্রাটির মূল্য ছাড়িয়ে যায় ১ লাখ ডলার। সেই বিটকয়েনকেই এবার ছাপিয়ে গেলো কোকোয়া।
২০২৪ সালে সবচেয়ে বেশি দাম বাড়া পণ্যের তালিকায় শীর্ষস্থান দখল করেছে চকলেট তৈরির প্রধান এই উপদান। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ তৈরি করেছে এই তালিকা। এবছর কোকোয়া দানার দাম বেড়েছে প্রায় ২০০ শতাংশ। গেল জানুয়ারিতে প্রতি টন কোকো বিক্রি হয়েছে ৪ হাজার ডলারে। বছর শেষে প্রায় ১৩ হাজার ডলারে পৌঁছাবে এর মূল্য।
কোকোয়ার দাম বাড়ায় প্রভাবক হিসেবে কাজ করেছে জলবায়ু পরিবর্তন। বছরের বেশিরভাগ সময় পশ্চিম আফ্রিকায় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। মরুকরণের শিকার হয়েছে অঞ্চলটির দুই তৃতীয়াংশ এলাকা। বৈরি আবহাওয়ার কারণে শীর্ষ উৎপাদনকারী দুই দেশ আইভোরি কোস্ট ও ঘানায় ফলন ঠেকেছে ৬০ বছরের মধ্যে সর্বনিম্নে।
জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অন্যতম প্রভাবক হিসেবে কাজ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। কোকোয়া উৎপাদনকারীরা সার আমদানির ক্ষেত্রে এই দুই দেশের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। প্রায় ৩ বছরের সংঘাতে সরবরাহ সংকটে সারের বাজারেও দেখা গেছে মূল্যের উর্ধ্বগতি। মার্কিন আবহাওয়া দপ্তরের ধারণা, আগামী জানুয়ারিতে চরমভাবাপন্ন আবহাওয়া চক্র এল নিনোর সমাপ্তি হবে। শুরু হবে বিপরীত চক্র লা নিনা। যা কোকোয়ার ফলন বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা বিশেষজ্ঞদের।
২০২৪ সালে কোকোয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী বিটকয়েনের দাম বেড়েছে ১২৮ শতাংশ। ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য ক্রিপ্টোবান্ধব নীতির কারণে দেখা গেছে এই উত্থান। বিশ্লেষকদের ধারণা, ২০৩০ সাল নাগাদ বিটকয়েনের মূল্য ছাড়িয়ে যেতে পারে ১০ লাখ ডলার।