বিটকয়েনের নাটকীয় উত্থানে উচ্ছ্বসিত বিনিয়োগকারীরা
বিটকয়েনে নাটকীয় উত্থানে উচ্ছ্বসিত দেশে দেশে ক্রিপ্টোমুদ্রায় বিনিয়োগকারীরা। চলতি বছরের সর্বনিম্ন ৩৮ হাজার ৫০৫ ডলার থেকে দ্বিগুণের বেশি বেড়ে এক লাখ ডলারের মাইলফলক স্পর্শের পথে বিটকয়েন; এক বছর আগেও যা ছিল অকল্পনীয়। তবে বছরের শেষে দাম আবারও নিম্নমুখী হবে বিটকয়েনের, আভাস বিশ্লেষকদের।