বিটকয়েনে নাটকীয় উত্থানে উচ্ছ্বসিত দেশে দেশে ক্রিপ্টোমুদ্রায় বিনিয়োগকারীরা। চলতি বছরের সর্বনিম্ন ৩৮ হাজার ৫০৫ ডলার থেকে দ্বিগুণের বেশি বেড়ে এক লাখ ডলারের মাইলফলক স্পর্শের পথে বিটকয়েন; এক বছর আগেও যা ছিল অকল্পনীয়। তবে বছরের শেষে দাম আবারও নিম্নমুখী হবে বিটকয়েনের, আভাস বিশ্লেষকদের।