ক্রিপ্টো
অর্থনীতি
0

বিটকয়েনের বিনিময়মূল্য ১ লাখ ডলারের কাছাকাছি

বিটকয়েনের বিনিময়মূল্য ১ লাখ ডলার ছুঁইছুঁই। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর ২ সপ্তাহে ভার্চুয়াল মুদ্রাটির মূল্য বেড়েছে ৪০ শতাংশের বেশি।

ক্রিপ্টো কারেন্সি বান্ধব নীতিমালার কারণে বিটকয়েনের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

২০০৯ সালের ৩ জানুয়ারি প্রথমবারের মতো উন্মুক্ত করা হয় বিটকয়েন। ২০২২ সালের শেষের দিকে বড় ধসের পর মুদ্রাটির বিনিময় মূল্য দাঁড়ায় মাত্র ১৬ হাজার ডলারে। তবে চলতি বছরের শুরুতে বেশ কিছু এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ডকে অনুমোদন দেয় মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

এরপর থেকে বাড়ছে বিটকয়েনের দাম। এছাড়াও ভার্চুয়াল কয়েনের উন্মাদনায় বিশ্বজুড়ে ক্রিপ্টো কারেন্সির বাজারমূল্য পৌঁছেছে ইতিহাস সর্বোচ্চ ৩ ট্রিলিয়ন ডলারে।

এএম