উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ফাঁসির সাজা কমিয়ে ৩৭ জনকে যাবজ্জীবন দিয়েছেন বাইডেন

৪০ জনের মধ্যে ৩৭ জন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত থাকায় বাকি তিনজনকে ক্ষমা করা হয়নি।

ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে বাইডেনের এমন সিদ্ধান্তকে নজিরবিহীন বলা হচ্ছে। কারণ ২০১৭ সালের পর প্রথমবারের মতো এমন পদক্ষেপ গ্রহণ করা হলো।

তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা সেসময় দুই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির সাজা কমিয়েছিলেন। মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে মার্কিন ইতিহাসের অন্যতম সরব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান এই নেতার আগের মেয়াদে ১৩ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

ডিসেম্বরের শুরুতে অহিংস অপরাধে দোষী সাব্যস্ত ৩৯ জনকে ক্ষমা করেন বাইডেন। এসময় দীর্ঘ মেয়াদে সাজাপ্রাপ্ত এক হাজার ৫০০ আসামির সাজার মেয়াদ কমানো হয়।

এসএস