নাগরিকত্ব ছেড়ে বিদেশে পাচার করা সম্পদের ওপর কর-জরিমানা

অর্থপাচার
অর্থপাচার | ছবি: এখন টিভি
0

জন্মসূত্রে বাংলাদেশি কিন্তু পরে নাগরিকত্ব ছেড়েছেন এমন ব্যক্তির বিদেশে পাচার করা অর্থ সম্পদের ওপর কর ও জরিমানা আরোপের বিধান করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ (সোমবার, ২ জুন) বিকেল ৩টা থেকে বাংলাদেশ টেলিভিশনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা এ কথা জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘জন্মসূত্রে বাংলাদেশি ছিলেন অথচ পরবর্তীতে বাংলাদেশি নাগরিকত্ব পরিত্যাগ করেছেন এমন ব্যক্তি কর্তৃক বাংলাদেশে অর্জিত আয়ের ওপর যথাযথভাবে কর পরিশোধ না করে নানা উপায়ে বিদেশে পাচারকৃত অর্থ সম্পদের ওপর কর ও জরিমানা আরোপের বিধান করা হয়েছে।’

আরো পড়ুন:

উপদেষ্টা সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। বাজেটে মোট ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা বা জিডিপির ৯ শতাংশ রাজস্ব আয়ের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করা হয়েছে।

এনএইচ