পর্দা উঠলো আন্তর্জাতিক বাণিজ্য মেলার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা | ছবি: এখন টিভি
3

পর্দা উঠলো ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। আজ (শনিবার, ৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিভিশনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে পেপার ও প্যাকেজিং পণ্যকে ২০২৬ সালের বর্ষ পণ্য ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, ‘এসব পণ্যের উৎপাদন বাড়াতে ও রপ্তানিতে অংশগ্রহণ বৃদ্ধিতে কাজ করবে সরকার।’

তবে বিশ্বের ৭৬টি দেশের মধ্যে মাত্র ২১টিতে বাংলাদেশের বাণিজ্যিক মিশন কাজ করছে জানিয়ে এ সংখ্যা বাড়ানোর দাবি জানান ব্যবসায়ী নেতারা। এছাড়া হয়রানিমুক্ত আমদানি-রপ্তানির সুযোগ বৃদ্ধিতে সরকারের কাছে দাবি জানান তারা।

আরও পড়ুন:

এদিকে এবারের মেলায় অংশ নিয়েছে ভারত, পাকিস্তানসহ ১১টি দেশের ব্যবসায়ীরা। দেশি বিদেশি মিলিয়ে স্টল বরাদ্ধ দেয়া হয়েছে ৩২৭টি৷

যদিও এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার (১ জানুয়ারি)। তবে গত ৩০ ডিসেম্বর ভোরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বরসহ ১ ও ২ জানুয়ারি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার। তে বাণিজ্য মেলার উদ্বোধন কার্যক্রম পিছিয়ে যায়।

এসএস