বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে ঢাকায় এসেছেন দক্ষিণ কোরিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা। সোমবার (৭ এপ্রিল) তারা চট্টগ্রাম অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন।
মঙ্গলবার তারা সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। এসময় তারা বিদেশি বিনিয়োগ আনতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানায়। এসময় তারা জানায়, দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে প্রস্তুত।
এসময় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ উন্নত করার লক্ষ্যে সংস্কারের প্রতি সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন। শ্রম, শিল্প, জ্বালানি এবং বিনিয়োগ নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের পরিকল্পনার কথায় জানান তিনি।
এরপর প্রধান উপদেষ্টা বৈঠক করেন চীনা ব্যবসায়ীদের সঙ্গে। সেখানে তিনি জানান, আগে বিদেশি বিনিয়োগের জন্য এমন অনুকূল পরিবেশ ছিল না। গত আট মাস ধরে বাংলাদেশে বিনিয়োগ আরও সহজ করার লক্ষ্য নিয়েছে তার সরকার।
এসময় প্রধান উপদেষ্টা কোরিয়ান ও চীনা বিনিয়োগকারীদের জন্য একটি প্রাতরাশ মিটিং আয়োজনের ঘোষণা দেন। তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি ডেডিকেটেড হটলাইন এবং কল সেন্টার সেবা স্থাপন করার প্রস্তাবও দেন।
বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদও নেন। তারাও বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সহজতর করার জন্য সরকারের চলমান প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।