চিঠির বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রে শুল্ক পুনর্বিবেচনা করতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে। চিঠিতে তিনমাসের জন্য নতুন শুল্ক স্থগিত করার জন্য অনুরোধ করা হয়েছে। এ সময়ের মধ্যে অন্তবর্তী সরকার আমদানি বাড়ানোর বিষয়ে কাজ করবে।’
আরো পড়ুন: শুল্কনীতির কারণে বিশ্ব বাণিজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র!
তিনি বলেন, ‘চিঠিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ট্রেড পলিসিকে পূর্ণ সহযোগিতা করবে।’
এর আগে গত ২ এপ্রিল হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্কারোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প।
আরো পড়ুন: 'যুক্তরাষ্ট্রের সাথে আমদানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানো হবে'
বিশ্বব্যাপী আমদানি পণ্যের ওপর ন্যূনতম ১০ শতাংশ এবং সর্বোচ্চ ৪৯ শতাংশ পর্যন্ত শুল্কারোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। যেখানে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়। যেখানে বাংলাদেশি পণ্যে এতদিন গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল।