অর্থনীতি
0

ঋণ দেয়ার আগে ভালোমতো যাচাই-বাছাইয়ের পরামর্শ অর্থ উপদেষ্টার

ঋণ দেয়ার আগে ভালোমতো যাচাই-বাছাই করার পরামর্শ দিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, পূর্বের মতো যেন ত্রুটি বিচ্যুতি না হয়। অন্যদিকে বিএবির চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেছেন, যারা ব্যাংক থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে তাদের পক্ষে কেউ যেন আদালতে দাঁড়াতে না পারে।

প্রায় সোয়া ২ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ভারে জর্জরিত দেশের ব্যাংকিং খাত। আর অনাদায়কৃত ঋণের পরিমাণ ছয় লাখ কোটি টাকার বেশি। নামে-বেনামে অর্থ বের করায় ইসলামি ধারায় ব্যাংকসহ নয়টি ব্যাংক ভুগছে তারল্য সংকটে। বিগত ১৬ বছরের স্বৈরাচার আওয়ামী লীগের শাসনামলে পাচার হয়েছে এক লাখ কোটি টাকারও বেশি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ব্যাংকসহ দেশের আর্থিক খাতের সার্বিক বিষয় নিয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে আসেন বেসরকারি খাতের ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি। বৈঠক শেষে সংগঠনটির সভাপতি আব্দুল হাই সরকার জানান, আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে এস আলমের মতো ব্যাংক লুটেরা তৈরি হয়েছে।

তিনি বলেন, 'যারা সরকারে বসে আছেন তারা যদি বলেন যে এস আলম কে টাকা দিয়ে দাও। তখন তারা তো টাকা দিতে বাধ্য হয়েছে। এস আলম যা করে করতে দাও, সব তো করিয়ে দেয়া হয়েছে সরকার থেকে। মরা চাই সরকারের যে সিস্টেম আছে, সেই সিস্টেম সুন্দর হতে হবে, পলিসি ভালো হতে হবে যেন মরা কম দামে লোন নিতে পারি। এবং আমরা টাকা ফেরত পেতে পারি। আমাদের টাকা তো অনেকে মেরে নিয়ে চলে গেছে।'

বৈঠকে ব্যাংক ব্যবস্থা সচল করতে নীতিনির্ধারক ও অংশীজনদের সাথে সমন্বয় করে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান ব্যাংকাররা। পাচার হওয়া টাকা ফেরাতে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে গুরুত্বারোপ করেন তারা।

আব্দুল হাই সরকার বলেন, 'যারা দেশ থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে, তাদেরকে কোর্টে দেন যেন তারা আসতে না পারে। তারা ছেলে মেয়ে নিয়ে বিদেশে চলে গেছে। প্রতিটি ব্যাংক তাদের থেকে পাঁচ থেকে ১০ হাজার কোটি করে পায়। তারা তো পলাতক। তাদের কোনো রাইটস নেই যে, কোর্টে তারা লোক পাঠাবে। তারা কোর্টে কনটেস্ট করে, এটা দেয়া উচিত না। এটা বন্ধ করে দেয়া উচিত।'

পরে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যাংকারদের মতামতকে গুরুত্ব দিবে সরকার। গ্রাহকরা ঋণ চাইলে দেয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, তবে বিগত দিনের মতো ভুল করা যাবে না।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, 'যাচাইবাছাই করে লোন দিবেন। পূর্বের মতো যেন কোনো ত্রুটি-বিচ্যুতি না হয়। আর তারপর আমি বলেছি অন্তর্ভুক্তিমূলক ঋণের কথা বলেছি। মানে ছোট ও মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য। যারা অনেক সময় ব্যাংকিং সেক্টর থেকে যথাযথভাবে ঋণ পায় না।'

তিনি বলেন, 'সর্বোপরি আমি বলছি যে স্বচ্ছতা, জবাবদিহিতা, পরিচালন এবং গভর্ন্যান্সটা যেন সুষ্ঠু করে।'

লুটেরাদের হাতে ধসে পড়া ব্যাংক খাতের সংস্কারে সুদের হার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি দুর্বল চারটি ব্যাংকের ওপর গ্রাহকের আস্থা ফেরাতে ৯৪৫ কোটি টাকা তারল্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে দেশের সবল পাঁচ ব্যাংক।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর