সংযুক্ত আরব আমিরাতে বেশিরভাগ শ্রমজীবী ও নিম্নআয়ের প্রবাসীদের বসবাস শারজাহ'র শিল্পাঞ্চলে। সুলভমূল্যে প্রবাসীদের কাছে নিত্যপণ্য পৌঁছে দিতে গড়ে তোলা হয়েছে কমিউনিটি মার্কেট। আর এই মার্কেটের উদ্যোক্তা একজন বাংলাদেশি।
শারজাহ'র ১০ নম্বর শিল্পাঞ্চলে বড় জায়গা ভাড়া নিয়ে মার্কেটটি নির্মাণ করা হয়। যেখানে স্থান পেয়েছে ১৮৫টি দোকান। এরমধ্যে প্রায় দেড়শটি দোকানের মালিকানায় আছেন বাংলাদেশিরা। এছাড়া পাকিস্তান ও ভারতীয়দেরও কিছু দোকান আছে।
স্বল্প বেতনের প্রবাসীদের কথা মাথায় রেখেই মার্কেটটি সাজানো হয়েছে বলে জানান এই উদ্যোক্তা। প্রবাসীরা বলছেন, এই ধরনের উদ্যোগে সাধারণ প্রবাসীরাও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পাবেন।