বাজার
অর্থনীতি
0

কাপ্তাই হ্রদে মাছ আহরণে ১৩ দিনে আয় প্রায় ২ কোটি টাকা

১২৭ দিনের নিষেধাজ্ঞা শেষে গত ১ সেপ্টেম্বর মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হয়। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ দিনে এ খাতে জেলারে মোট রাজস্ব আয় হয়েছে ১ কোটি ৯০ লাখ টাকা। ৯৫০ টন মাছ থেকে এ রাজস্ব আয় হয়েছে। যেখানে আগের মৌসুমে ১ হাজার টন মাছ থেকে ২ কোটি টাকার বেশি রাজস্ব আয় হয়েছিল।

জেলে ও ব্যবসায়ীরা বলছেন, জালে প্রত্যাশার চেয়ে কম ধরা পড়ছে মাছ। প্রজনন মৌসুমে ২৫ এপ্রিল থেকে ৩১ আগস্ট মধ্যরাত পর্যন্ত চলা ১২৭ দিনের নিষেধাজ্ঞা শেষে ২৬ হাজার ৮৬৬ জন জেলে মাছ শিকারে নামে। এসব মাছ আনা হয় রাঙামাটি সদর, কাপ্তাই, মারিশ্যা ও মহালছড়ি এই চারটি মৎস্য অবতরণ ঘাটে। সেখানে পরিমাপ ও শুল্কায়ন শেষে এসব মাছ যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চলে।

তবে হ্রদে ৭৯ প্রজাতির মাছ থাকলেও অবতরণ ঘাটগুলোতে আনা মাছের প্রায় ৯৫ শতাংশই চাপিলা আর কাচকি। এতে রাজস্বও আসছে কম। চাপিলা আর কাচকি মাছে কেজি প্রতি শুল্ক দিতে হয় ২০ টাকা। আর বড় মাছে শুল্কের পরিমাণ ৪২ টাকা।

গেল মৌসুমে চারটি মৎস্য অবতরণ ঘাট থেকে ৭ হাজার ৬২৬ টন মাছ থেকে ১৫ কোটি ৫৬ লাখ টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। এবার ৮ হাজার টন মাছ থেকে সাড়ে ১৬ কোটি টাকা শুল্ক বাবদ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রাঙামাটি অফিস।

চলতি মৌসুমে জেলার চারটি মৎস্য অবতরণ ঘাটে ১ সেপ্টেম্বর প্রথম দিনে ৭৪ টন মাছ থেকে রাজস্ব আদায় হয়েছে ১৫ লাখ টাকা। অথচ গেল মৌসুমের প্রথম দিনে ১২৬ টন মাছ থেকে রাজস্ব আদায় হয় ২৬ লাখ টাকা।

রাঙামাটি মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হলে ব্যবসায়ী মো. মামুন বলেন, ‘এই মৌসুমে হ্রদে এখনও পানি অনেক বেশি। একারণে মাছ কম ধরা পড়ছে জেলেদের জালে। এখন বেশি ধরা পড়ছে কাচকি আর চাপিলা। পানি কিছুটা কমে আসলে মাছ আহরণ বাড়বে। তখন কার্প জাতীয় বড় মাছও পাওয়া যাবে।’

রাঙামাটি মৎস্য উন্নয়ন করপোরেশনের মার্কেটিং অফিসার আইয়ুব আফনান জানিয়েছেন, চলতি মৌসুমের ১ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ১৩ দিনে জেলার চারটি মৎস্য অবতরণ ঘাটে ৯৫০ টন মাছ আনা হয়েছে। যেখান থেকে শুল্কায়ন বাবদ রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ টাকা।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর