রেলপথে পণ্য পরিবহন শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে বন্দর কতৃর্পক্ষ ও ব্যবসায়ীর মাঝে। দুপুর পর্যন্ত দুটি কনটেইনার ট্রেন চট্টগ্রাম বন্দর থেকে কমলাপুর আইসিডি রুটে চলাচল করেছে। নিয়মিত চারটি ট্রেন চললে এবং সড়কপথে পুরোদমে পণ্য পরিবহন শুরু হলে বন্দরে থেকে পণ্য ডেলিভারি বাড়বে।
পাশাপাশি কনটেইনার জট কেটে যাবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। তবে বন্যার কারণে পরিবহন সংকটের পাশাপাশি বৃদ্ধি পেয়ে পণ্য পরিবহন খরচ। এদিকে বন্দরে জট কমাতে পানগাঁও আইসিটি দিয়ে পণ্য পরিবহন বাড়াতে অনুরোধ করা হলেও তেমন কোন সাড়া মেলেনি বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।
সচিব চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ওমর ফারুক বলেন, গতকাল ২৭০০ এর মতো কনটেইনার ডেলিভারি গেছে এবং আজকে ও একই পরিমান কন্টেইনার ডেলিভারি যাবে। এমন চলতে আমাদের অবস্থা আগের থেকে ভালো হয়ে আসবে। ট্রেন চালু হয়েছে এবং আমরা আশা করছি ৩-৪ টা ট্রেন যদি প্রতিদিন যায় তাহলে আইসিটির যে ধারণ ক্ষমতা সেটা এর মধ্যেই চলে আসবে।'