অর্থনীতি

কোরবানির জন্য এবার ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার গবাদিপশু প্রস্তুত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হলেন আব্দুর রহমান জানিয়েছেন চলতি বছর ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত রাখা আছে। যা গতবারের চেয়ে ৪ লাখ ৪৪ হাজার ৩৪টি বেশি। রাজধানীর ফার্মগেটে আজ (বৃহস্পতিবার, ১৬ মে) কোরবানি পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং পশু পরিবহনে প্রস্তুতিমূলক সভা শেষে তিনি এ তথ্য জানান।

সভায় প্রানিসম্পদ মন্ত্রী বলেন, ‘এ বছর ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত রাখা আছে। যা গতবারের চেয়ে ৪ লাখ ৪৪ হাজার ৩৪টি বেশি।

চলতি বছর কোরবানিতে আনুমানিক গবাদিপশুর চাহিদা দাঁড়াতে পারে ১ কোটি ৭ লাখ ২ হাজার।’

তিনি বলেন, ‘দেশের বাইরে থেকে যেন গরু না আসে তার জন্য নীতিগত সিদ্ধান্ত আগের থেকেই সরকারের আছে। চোরাই পথও যেন না আসে তার জন্য সরকার সতর্ক থাকবে। সেই সঙ্গে কোরবানির চামড়া যেন অবৈধপথে পাচার হতে না পারে তার জন্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

কোরবানি হাটে তোলার আগে পথে যেন খামারি ভোগান্তিতে না পড়েন সেজন্য ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন মন্ত্রী।

তিনি বলেন, ‘কেউ যেন পশু আনা নেয়ার সময় যাতে হয়রানির স্বীকার না হয় সেজন্য প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি হাটে পুলিশের টিম থাকবে, তাদের মাধ্যমে সহযোগিতা নিতে পারবে যে কেউ।’

খামারি, সিটি করপোরেশন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বসে একটি সুষ্ঠু ব্যবস্থা যেন তৈরি করা যায়, সেজন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান আব্দুর রহমান।

আসু

এই সম্পর্কিত অন্যান্য খবর