ছিনতাইসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সিসিটিভির আওতায় সায়দাবাদ বাস টার্মিনাল

দেশে এখন
0

ঈদযাত্রা নির্বিঘ্নে করতে ছিনতাইসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সিসিটিভির আওতায় আনা হলো সায়দাবাদ বাস টার্মিনাল। সিটি করপোরেশনকে সঙ্গে নিয়ে কাজটি সমন্বয় করবে ট্রাফিক পুলিশ।

আজ (মঙ্গলবার, ২৫ মার্চ) বিকেলে সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এই কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় সায়দাবাদ বাস টার্মিনালের অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সড়ক পরিবহন উপদেষ্টা।

তিনি বলেন, 'টার্মিনালটি স্থায়ীভাব পরিচ্ছন্নের জন্য সিটি করপোরেশনকে ব্যবস্থা নিতে হবে।'

ঈদে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, 'রাজধানীতে যে পরিমাণ সিসিটিভি লাগানো হয়েছে তা যথেষ্ট নয়। এগুলো বাড়ানো হবে বলে জানান তিনি।

তিনি বলেন, 'সড়ক ও টার্মিনালের খানাখন্দ স্থায়ীভাবে সংস্কারে সিটি কর্পোরেশনকে নির্দেশ দেয়া হয়েছে।'

এসএস