কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামীকাল দিনের প্রথম ভাগে কলম্বো থেকে ডোনাল্ড লুর ঢাকায় আসার কথা রয়েছে। জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে এটি ডোনাল্ড লুর প্রথম সফর।
এই সফরের বিষয়ে আজ (সোমবার, ১৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. হাছান মাহমুদ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'ডোনাল্ড লুর বাংলাদেশ সফরে ভিসানীতি, র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশের পক্ষ থেকে এসব বিষয় সহজীকরণ করার প্রস্তাব থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়াই বাংলাদেশের লক্ষ্য।'
এছাড়া এই সফরে ব্যবসা-বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকারসহ দু’দেশের অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
ড. হাছান মাহমুদ জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়েও জোর দেওয়া হবে।
বৈঠকে উঠে আসতে পারে রোহিঙ্গা প্রত্যাবশনের বিষয়টিও। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'রোহিঙ্গা প্রত্যাবশন শুরু করতে আহ্বান জানানো হয়েছে। মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতিকে যেন অজুহাত হিসেবে দাঁড় করানো না হয়, সে ব্যাপারে তাদের অবহিত করা হয়েছে।'
এ সময় পররাষ্ট্রমন্ত্রী দেশের পণ্যবাজার অস্থিতিশীল করতে বিএনপির ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনে ব্যর্থ বলেও মন্তব্য করেন।