বাজেট ২০২৪-২৫
অর্থনীতি
0

অর্থনৈতিক পরিস্থিতিতে সন্তুষ্ট এডিবি, তারা বাংলাদেশের প্রয়োজন বোঝে: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এডিবি (এশীয় উন্নয়ন ব্যাংক) সন্তুষ্ট, তারা বাংলাদেশের প্রয়োজন বোঝে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আজ (মঙ্গলবার, ২ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রীর সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিন সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ‘এডিবির সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো রয়েছে। ক্রমশ ভালো হচ্ছে, সামনের দিনে এ সম্পর্ক আরও ভালো হবে।’

আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সংস্থাটি সহায়তা করবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায় সন্তুষ্ট এডিবি। সামনের দিনে বাংলাদেশের সাথে এডিবির সম্পর্ক আরও ভালো হবে। আগামী বাজেটে বাংলাদেশকে সহায়তা করবে এডিবি।’

বৈঠকে এডিবির ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিন বলেছেন, বাংলাদেশের আসন্ন বাজেটে সহায়তা বাড়াতে তার প্রতিষ্ঠান বিবেচনা করছে। এডিবির সম্মেলনের প্রস্তুতি বেশ ভালো বলেও দাবি করেন অর্থমন্ত্রী।

আসু

এই সম্পর্কিত অন্যান্য খবর