প্রবাস
অর্থনীতি
0

‘প্রবাসী কল্যাণ সেল আবারও চালু হবে’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘প্রবাসী কল্যাণ সেল পুনরায় চালু করা হবে। এর মাধ্যমে প্রান্তিক পর্যায় পর্যন্ত সেবা পৌঁছে দেয়া হবে।’

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এ কথা বলেন।

শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘প্রবাসীদের দক্ষ করে তুলতে নতুন করে প্রশিক্ষণ সরঞ্জাম কেনা হবে। একই সঙ্গে প্রশিক্ষণ সহজ করতে টিটিসিগুলোকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হবে।’

এছাড়া সারাদেশে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা বাড়ানোর কথাও জানান প্রতিমন্ত্রী।