অর্থনীতি
0

শুল্ক কমায় চট্টগ্রাম বন্দরে খেজুর খালাসের হিড়িক

রমজানের আগে চট্টগ্রাম বন্দরে খেজুর খালাসের কার্যক্রম বেড়েছে। বিভিন্ন ডিপোতে খেজুর ভর্তি প্রায় ১ হাজার কন্টেইনার খালাস চলছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই খেজুর খালাসের কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, শুল্ক কমানোর অপেক্ষায় ছিলেন ব্যবসায়ীরা। ৩ থেকে ৪ মাস আগে খেজুর আমদানি হলেও শুল্ক কমবে এ আশায় ব্যবসায়ীরা খালাস করেননি। বেসরকারি ১৯টি ডিপোতে প্রায় ১ হাজার কন্টেইনার রয়েছে।

এদিকে ১০ শতাংশ শুল্ক কমানোর পরই আমদানিকারকরা খালাসের উদ্যোগ নেন। এক্ষেত্রে ৪ থেকে ৫ দিন সময় লেগে যায়। আর এই মুহূর্তে প্রতিদিন ৫০ থেকে ৬০টি কন্টেইনার খালাস হচ্ছে। কিন্তু ৩ মাস আগেও দেখা গেছে, দৈনিক ৫ থেকে ১০ কন্টেইনার খেজুর খালাস হয়েছে।

বর্তমানে ৪৩ শতাংশ হারে ব্যবসায়ীদের শুল্ক কর দিতে হচ্ছে। তবে আমদানিকারকরা আরও কমানোর দাবি জানিয়েছেন।