কাল থেকে চট্টগ্রাম বন্দরে রপ্তানি পণ্য ও খালি কন্টেইনার হ্যান্ডলিং বন্ধ

চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দর | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রাম বন্দরে আগামীকাল (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) থেকে একযোগে রপ্তানি পণ্য এবং খালি কন্টেইনার হ্যান্ডলিং বন্ধের ঘোষণা দিয়েছে ১৯টি বেসরকারি কন্টেইনার ডিপো। খরচ না পোষানোয় ডিপোগুলো আলাদাভাবে গ্রাহকদের এ তথ্য জানিয়েছে।

এতে আমদানি রপ্তানি নিয়ে শঙ্কায় পড়েছেন ব্যবসায়ীরা। বেসরকারি আইসিডি মালিকদের সংগঠন (বিকডা) ১ সেপ্টেম্বর থেকে ১৯টি ডিপোতে বিভিন্ন সেবার চার্জ বৃদ্ধি করে। এ বৃদ্ধির হার গড়ে ৫০ শতাংশ বলে ব্যবসায়ী ও শিল্পপতিরা আপত্তি জানায়।

আরও পড়ুন:

ব্যবসায়ীদের অভিযোগ, ট্যারিফ কমিটির মতামত তোয়াক্কা না করে বিকডা একতরফাভাবে চার্জ বাড়িয়ে সংকট তৈরি করেছে।

পরে বিষয়টি আদালতে গড়ালে মামলার কারণে বিকডা চার্জ বৃদ্ধি করতে পারেনি। চার্জ বাড়ানোর সিদ্ধান্ত বিকডা সাংগঠনিকভাবে নেয়নি, মালিকরা আলাদা আলাদাভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন।

এফএস