এতে আমদানি রপ্তানি নিয়ে শঙ্কায় পড়েছেন ব্যবসায়ীরা। বেসরকারি আইসিডি মালিকদের সংগঠন (বিকডা) ১ সেপ্টেম্বর থেকে ১৯টি ডিপোতে বিভিন্ন সেবার চার্জ বৃদ্ধি করে। এ বৃদ্ধির হার গড়ে ৫০ শতাংশ বলে ব্যবসায়ী ও শিল্পপতিরা আপত্তি জানায়।
আরও পড়ুন:
ব্যবসায়ীদের অভিযোগ, ট্যারিফ কমিটির মতামত তোয়াক্কা না করে বিকডা একতরফাভাবে চার্জ বাড়িয়ে সংকট তৈরি করেছে।
পরে বিষয়টি আদালতে গড়ালে মামলার কারণে বিকডা চার্জ বৃদ্ধি করতে পারেনি। চার্জ বাড়ানোর সিদ্ধান্ত বিকডা সাংগঠনিকভাবে নেয়নি, মালিকরা আলাদা আলাদাভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন।





