চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধ্বে প্রবাসীরা ১০.৭৯ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২.৯০ শতাংশ বেশি। এর আগে গত নভেম্বরে রেমিট্যান্স এসেছে ১.৯৩ বিলিয়ন ডলার।
আজ মঙ্গলবার (২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এসব বিষয় জানা গেছে।
এরমধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৯৩ মিলিয়ন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১.৭২ বিলিয়ন ডলার। বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫.২৮ মিলিয়ন ডলার। সর্বোচ্চ রেমিট্যান্স আনা ৬ ব্যাংকের মধ্যে দুটি রাষ্ট্রায়ত্ত ও চারটি বেসরকারি ব্যাংক।
এর আগে ২২ অক্টোবর থেকে বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় দেশে পাঠালে প্রতি ১০০ টাকায় প্রণোদনার সঙ্গে প্রবাসীদের বাড়তি আরও আড়াই শতাংশ বেশি অর্থ দেয়ার নির্দেশনা কার্যকর করে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের দেয়া আড়াই শতাংশ প্রণোদনার পাশাপাশি অতিরিক্ত আরও আড়াই শতাংশ অর্থ বেশি দিয়ে রেমিট্যান্স কিনতে পারবে ব্যাংকগুলো।





