আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) এ নোটিশ জারি করেন টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান। এছাড়াও উপবিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা তাকে আরও একটি শোকজ দিয়েছেন বলে জানা গেছে। দুটি শোকজে ভাষা প্রায় একইরকম।
নোটিশে উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি বিধি অনুসরণ না করে তিনি নিয়মভঙ্গ করেছেন। এতে সরকারি নির্দেশনা অমান্যের বিষয়টি পরিলক্ষিত হয়েছে। এ কারণে কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন:
শোকজের কপি হাতে পাওয়ার কথা স্বীকার করেছেন উপসহকারী প্রকৌশলী আনিছুর রহমান।
এরইমধ্যে তার মন্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বলে জানিয়েছেন আনিছুর রহমান। এছাড়া রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে অশালীন মন্তব্যের বিষয়ে তিনি সবার কাছে ক্ষমা চেয়েছেন বলে জানান।





