হিলিতে ঐতিহাসিক বদর দিবস পালিত

জীবনযাপন , ধর্ম
এখন জনপদে
0

দিনাজপুরের হিলিতে ঐতিহাসিক বদর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে হাকিমপুর হিলিতে পৌর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ১৮ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী হাকিমপুর পৌর শাখার আয়োজন বাংলা হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় হাকিমপুর পৌর জামায়াতের ইসলামীর আমীর সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সহ: সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজ ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। মুসলিম ইতিহাসের প্রথম সশস্ত্র যুদ্ধ বদর। হিজরি দ্বিতীয় সনের ১৭ রমজান মদিনা থেকে প্রায় ৭০ মাইল দূরে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল বিশ্বাসী ও অবিশ্বাসীদের লড়াই ‘বদর যুদ্ধ’। ইসলামের ইতিহাসে এক বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এ যুদ্ধ।’

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম, সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, পৌর সেক্রেটারি মো. মফিজুল ইসলাম, সাবেক উপজেলা আমির মুজিবুর রহমান, হাফিজুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমীর শাহিনুর ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সবিরুল ইসলাম, যুব বিভাগের নেতা আরাফাত হোসেন, মেহেদী হাসান, ছাত্রশিবির সভাপতি আলহাজ্ব হোসেনসহ প্রমুখ।

এএইচ