মাগুরায় আনন্দ-উৎসাহে সনাতন ধর্মাবলম্বীদের দোলযাত্রা উদযাপন

মাগুরায় আনন্দ-উৎসাহে সনাতন ধর্মাবলম্বীদের দোলযাত্রা উদযাপন | এখন
0

মাগুরায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব দোলযাত্রা বা হোলি উৎসব বিপুল আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। আজ (শুক্রবার, ১৪ মার্চ) সকাল থেকে মাগুরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও বসতবাড়িতে রঙের উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

সকালে শহরের নিজনান্দুয়ালী আশ্রম, সাতদোহা আশ্রমে এ উৎসব পালিত হয়েছে। শহর ছাড়াও সদর উপজেলার চন্দন প্রতাপ গ্রামের হরিচাঁদ মন্দিরে জেলার সব থেকে বড় হলি উৎসব পালিত হচ্ছে।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে সকাল থেকেই দোল উৎসবের রঙের খেলায় মেতে ওঠে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে দেয়। আশ্রম, মন্দির ছিল উৎসবের প্রাণকেন্দ্র, যেখানে ছিল অপরিসীম উচ্ছ্বাস ও আনন্দ।

শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে নয়, জেলার বিভিন্ন মন্দির ও আশ্রমেও ছিল হোলি উদযাপনের ব্যস্ততা। মন্দির চত্বরে ছোট-বড় সবার মিলিত অংশগ্রহণে তৈরি হয় এক অনন্য পরিবেশ। সকাল থেকেই আবির, গুলাল আর নানা রঙের ছোঁয়ায় মুখরিত হয় মাগুরার বিভিন্ন এলাকা।

ইএ