মাগুরা মোহাম্মদপুর থানার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা বলেন, ‘দুষ্কৃতিকারীরা মাগুরা মোহাম্মদপুর গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর সদরের আমিনুর রহমান ডিগ্রী কলেজের পাশে গ্রামীণ ব্যাংকে এ অগ্নিকাণ্ডের সূত্র হয়। এতে ব্যাংকে থাকার প্রয়োজনীয় কাগজ ও আসবাবপত্র পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’
আরও পড়ুন:
এদিকে মাগুরা মোহাম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ ( ওসি ) আব্দুর রহমান বলেন, ‘গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের উপস্থিতিতেই গ্রামীণ ব্যাংকে আগুন নিয়ন্ত্রণে আসবে। তবে ব্যাংকে কী পরিমাণ ক্ষতি হয়েছে এখনও নিরূপণ করা যায়নি। তদন্ত করে ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণ করা হবে।’





