মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

এখন জনপদে
0

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আখতারুজ্জামান (২৮) তার বন্ধু আল ইমরান (২৮) ও জুবায়ের হাসান (১০) নামের তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ভ্যানচালক আলী হাসান (৪০) এবং মাইক্রো চালক পলাশ (৩৮) নামের দুইজন। আজ (সোমবার, ৩১ মার্চ) বিকেলে মেহেরপুর-আমঝুপি সড়কের ব্রিটিশ আমেরিকান টোবাকো কার্যালয়ের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন।

স্থানীয়রা জানান, পলাশ বেপরোয়া গতিতে সদর উপজেলার আমঝুপি থেকে প্রাইভেট কার চালিয়ে আসছিলেন অপর দিক থেকে একটি ভ্যানচালক তার পরিবার নিয়ে আমঝপির দিকে যাচ্ছিল একই দিক থেকে যাচ্ছিল একটি মোটরসাইকেল।

প্রাইভেট চালক প্রথমে ভ্যানের সাথে সজোরে ধাক্কা মারে এবং পরবর্তীতে মোটরসাইকেলের সাথে সংযোগ ধরে ধাক্কা মেরে মেহেরপুরের স্বাগত পিলারের সাথে ধাক্কা মারে। এই ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়। পরে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় আখতারুজ্জামান মৃত্যুবরণ করে।

এছাড়াও অবস্থার অবনতি হওয়ায় আল ইমরান ও জুবাইয়ের হাসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার করে কর্তব্যরত চিকিৎসক। রামেকে যাওয়ার পথিমধ্যে পাবনা ঈশ্বরদীর একটি হাসপাতালে জুবায়ের হাসান নিহত হন এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে পথিমধ্যে আল ইমরান নিহত হন।

ভ্যানচালক আলী হাসান বর্তমানে মেহেরপুর ২৫০ শয্যার বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে, প্রাইভেট চালক পলাশ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে।

নিহত আখতারুজ্জামান মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের হাসানুজ্জামানের ছেলে। আহত আল ইমরান মেহেরপুর সদর উপজেলার বাড়িবাকা গ্রামের মোকলেসুর রহমানের ছেলে, আলী হাসান মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের নবিস উদ্দিন মন্ডলের ছেলে, জুবায়ের আলী হাসানের ছেলে, এবং পলাশ গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন বলেন, 'সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।'

এসএস