মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আখতারুজ্জামান (২৮) তার বন্ধু আল ইমরান (২৮) ও জুবায়ের হাসান (১০) নামের তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ভ্যানচালক আলী হাসান (৪০) এবং মাইক্রো চালক পলাশ (৩৮) নামের দুইজন। আজ (সোমবার, ৩১ মার্চ) বিকেলে মেহেরপুর-আমঝুপি সড়কের ব্রিটিশ আমেরিকান টোবাকো কার্যালয়ের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন।