আজ (শনিবার, ৮ মার্চ) বিকেলে উপজেলার পুনর্বাসন এলাকায় এই ঘটনা ঘটে। এতে উপজেলার নিকরাইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ শেখ, পলশিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আলী, ইউপি ছাত্রদলের সহ-সভাপতি এনামুলসহ ১০জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, নিকরাইলের বাগানবাড়ি এলাকায় বালুর ঘাট নিয়ন্ত্রণ ও কনসোডিয়ামের বিপুল অংকের ভাগবাটোয়ারা পুনর্বাসন এলাকায় একটি সালিশি বৈঠক বসে। বৈঠকের এক পর্যায়ে উভয়পক্ষের লোকজনের উত্তেজনার সৃষ্টি হলে সংঘর্ষ বাঁধে। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে দুইপক্ষের সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একজন নারীসহ চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভূঞাপুর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, 'বালুরঘাট নিয়ে সংঘর্ষ হচ্ছে এমন ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।'
এই ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি বলেও জানান তিনি।
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিকাশ চন্দ্র পাল সংঘর্ষের ঘটনায় একজন নারীসহ চারজন ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।