১৭ বছর পর মানিকগঞ্জ শহরে ছাত্রশিবিরের র‌্যালি ও সমাবেশ

এখন জনপদে
0

'মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ'এই স্লোগানকে সামনে রেখে ইসলামী ছাত্রশিবির তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৭ বছর পর মানিকগঞ্জ শহরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করেছে।

আজ (বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় র‌্যালিটি মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে মানিকগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি বাবুল হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, সাবেক জেলা সভাপতি মাওলানা হাফেজ কামরুল ইসলাম, অ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম ও জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

বক্তারা বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে কাজ করে আসছে সংগঠনটি।

তারা আরো বলেন, ২০২৪ সালে এসে সংগঠনটি দেশকে বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করার সংগ্রামে নতুন করে নেতৃত্বের ভূমিকা পালন করছে। ছাত্র ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে তারা।

সমাবেশে বক্তারা মেধা ও সততার সমন্বয়ে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান এবং দীর্ঘ পথচলায় সংগঠনের সদস্যদের দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ইএ