মানিকগঞ্জে দুই ভাটায় ৬ লাখ টাকা জরিমানা

এখন জনপদে
0

মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে দুটি ইটভাটায় ৬ লাখ টাকা জরিমানা ও এই দুই ভাটাসহ আরো একটি ভাটার কিলন আংশিক ভেঙে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ (রোববার, ২৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা।

অভিযানে মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ি এলাকার মেসার্স এমিকা ব্রিকস ও একই এলাকার মেসার্স একতা ব্রিকসকে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়। সেই সাথে এই দুটি ভাটাসহ সিংগাইর উপজেলার রামকান্তপুর এলাকার মেসার্স রাকমান ব্রিকসের কিলন আংশিক ভেঙে দেওয়া হয়েছে।

মানিকগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট একেএম ছামিউল আলম কুরসি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে সদর উপজেলার তিনটি ভাটাকে তিন লাখ করে মোট ছয় লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়। সেই সাথে এই দুটি ভাটা ও সিংগাইর উপজেলার একটিসহ মোট তিনটি ভাটার কিলন আংশিক ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই অভিযানে র‌্যাব-৪, জেলা পুলিশের সদস্য ও সিংগাইর উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

ইএ