বিদায়ের সুর বাজে প্রাণের বইমেলায়। এ বছরের অমর একুশে বইমেলা ছিল নব্য গঠিত এক বাংলাদেশেরই প্রতিচ্ছবি। তাইতো এবার মেলা হয়ে থাকলো নতুন বাংলাদেশ বিনির্মাণের এক অমূল্য অধ্যায় হিসেবে।
জুলাই-আগস্ট অভ্যুত্থান পরবর্তী এই বইমেলায় ছিল নানা রকমের নতুন বইয়ের মিলনমেলা। কবিতা, গল্প, উপন্যাস, জুলাই বিপ্লবের ইতিহাস, অনুবাদ সাহিত্য, বিভিন্ন ধর্মীয় বই। এছাড়াও রাজনৈতিক দলগুলোর ইতিহাস-ঐতিহ্যের বইয়ের স্টল।
একজন ক্রেতা বলেন, 'জুলাই পরবর্তী সময়ে আমরা রাজনৈতিক বইয়ের দিকে একটু বেশি আকৃষ্ট হয়ে পড়েছি।'
অন্য একজন ক্রেতা বলেন, 'শুধু রাজনৈতিক বইগুলো নয়, এছাড়াও আমাদের বিভিন্ন তত্ত্বীয় বই রয়েছে, গল্পের বই, কবিতার বই আছে। এগুলোর প্রতি সবাই একটু আকৃষ্ট হয়।'
সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রতিফলন পড়েছে প্রকাশিত বইগুলোতেও। পাঠকদের কাছে ইতিহাস, সমাজবিজ্ঞান ও রাজনীতি বিষয়ক বইয়ের প্রতিই আকর্ষণ ছিল বেশি।
বইমেলায় আসা একজন পাঠক বলেন, 'আমাদের যেহেতু একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গেছে, এরপর অনেকের রাজনৈতিক সচেতনতা বেড়েছে। স্বাভাবিকভাবে রাজনৈতিক ইতিহাস জানতে অনেকে আগ্রহী হবে।'
অন্য একজন পাঠক বলেন, 'এবারের বইমেলাতে ভিন্নতা এসেছে শুধু এই জুলাইয়ের কারণেই। লেখকরা লিখছে জুলাই নিয়ে, কারণ ইতিহাস মানুষদের জানানোর জন্যই আসলে লেখকদের লেখা।'
এভাবেই শেষ হলো বইপ্রেমীদের এই মাসব্যাপী উৎসব। পাঠক-প্রকাশক-লেখকদের প্রত্যাশা, আগামী বইমেলায় আবারও দেখা হবে স্থিতিশীল নতুন বাংলাদেশকে সাথে নিয়ে।