দেশে এখন , অন্যান্য
সংস্কৃতি ও বিনোদন
0

'মঙ্গল শোভাযাত্রায় ঈদের ছুটির প্রভাব পড়বে না'

ঈদের ছুটির আমেজ থাকলেও মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আব্দুস সামাদ। আজ (রোববার, ৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা আয়োজন নিয়ে করা সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আব্দুস সামাদ বলেন, 'সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন হবে। ঈদের ছুটির আমেজ থাকলেও মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে কোনো প্রভাব পড়বে না। এর মাধ্যমে অসাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিবে সবাই।'

মঙ্গল শোভাযাত্রার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একসাথে কাজ করবে বলেও জানিয়েছেন উপ-উপাচার্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডীন অধ্যাপক নিসার হোসেন বলেন, 'মুখে মুখোশ পরে কেউ যেন মঙ্গল শোভাযাত্রায় অপকর্ম করতে না পারে সে ব্যাপারে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে।'

এ সংবাদ সম্মেলনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, 'বাংলা নববর্ষ উদযাপনের সময় বেধে দেয়া উচিত নয়। এতে করে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কমে যাবে।'

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর