সাহিত্য
সংস্কৃতি ও বিনোদন
0

শুরু হলো অমর একুশে বইমেলা

শাহনুর শাকিব

শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে মাসব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, 'পৃথিবীর সবচেয়ে মধুর ভাষা হলো বাংলা। তাই বাঙালি সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে।'

ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে বাংলা একাডেমি প্রাঙ্গণে ভাষা শহীদদের স্মরণ করেন বাংলা ভাষার লেখক ও পাঠকরা। রাষ্ট্রভাষা সংগ্রামীদের স্মরণে এ বছরও মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান হলো। যেখানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০২৩ সালে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ১১টি বিভাগে ১৬ জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এসময় বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। আন্দোলন সংগ্রামে বাংলা একাডেমির অবদান তুলে ধরেন শেখ হাসিনা।

১৯৮৪ সাল থেকে বাংলা একাডেমিতে শুরু হয় বইমেলার আয়োজন। প্রতিবছর প্রকাশনীর সংখ্যা বাড়তে থাকায় সোহরাওয়ার্দী উদ্যানেও ছড়িয়ে যায় বইমেলার পরিধি। তবে উদ্যানে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের জন্য গণপূর্তের নেয়া পরিকল্পনা বাস্তবায়নে আগামী বছর বইমেলা নিয়ে শঙ্কা দেখা দেয়। তাই বড় পরিসরে বিকল্প জায়গায় বইমেলার আয়োজনের ইঙ্গিত দেন সরকার প্রধান।

সাহিত্যকেও বিজ্ঞান প্রযুক্তির আওতায় আনতে প্রকাশকদের ডিজিটাল প্রকাশনার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, 'যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে।'

বিদেশি সাহিত্য অনুবাদের পাশাপাশি বাংলা সাহিত্য বিদেশি ভাষায় অনুবাদের তাগিদ দেন সরকার প্রধান। শিশুদের পাঠ্যভ্যাস গড়ে তুলতে অভিভাবকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসএস