৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের এবার আসরের বাকি আর মাত্র তিনদিন। যদিও মনোনয়ন, ভোটাভুটি ইত্যাদি ছাপিয়ে আলোচনায় রেড কার্পেটের সাজ পোশাক। তবে বহুবছর ধরে অস্কারের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে বিলিওনেয়ার তারকাদের মহামূল্যবান অলংকার। এবারও তার ব্যতিক্রম নয়। অস্কারের আয়োজনকে ঘিরে এরই মধ্যে ব্যস্ত সময় পার করছে গয়নার কারিগর থেকে শুরু করে দামি পাথর সরবরাহকারী প্রতিষ্ঠানও।