আজ (শুক্রবার, ২৮ মার্চ) বেইজিংয়ে 'দ্য প্রেসিডেনশিয়াল' হাউজে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপে এ কথা বলেন তিনি।
বৈঠকে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় দেশে তৈরি পোশাক খাতের সক্ষমতার উদাহরণও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। একইসঙ্গে বাংলাদেশে ব্যবসা বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন নতুন ক্ষেত্রের কথাও উল্লেখ করেন ড. ইউনূস।
অন্তর্বর্তী সরকারপ্রধান বলেন, 'বাংলাদেশের তরুণরা দেশকে এগিয়ে নিতে অবিচল রয়েছে। তাদের সংখ্যা নেহাত কম নয়। তারা জানে কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। তাই বাংলাদেশ হতে পারে বিনিয়োগে অনন্য জায়গা।'
এ সময় চীনা ব্যবসায়ীদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।