সংস্কৃতি ও বিনোদন
0

শোককে শক্তিতে পরিণত করে সাত বছর পর ফিরছে 'লিংকিন পার্ক'

মার্কিন রকস্টার চেস্টার বেনিংটনের আত্মহত্যার পর শোকে স্তব্ধ হয়ে যান জনপ্রিয় ব্যান্ড লিংকিন পার্কের সদস্যরা। ভক্তরা ভেবেছিলেন আর কখনও হয়তো সংগীত ভুবনে ফিরবে না ব্যান্ডটি। অবশেষে, শোককে শক্তিতে পরিণত করে ফিরেছে লিংকিন পার্ক। দীর্ঘ সাত বছর পর আবারও নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশ করেছে জনপ্রিয় এই ব্যান্ডটি। বৃহস্পতিবার রাতে তাদের আপকামিং অ্যালবাম 'ফ্রম জিরো'র প্রথম ট্র্যাক 'দ্য এম্পটিনেস মেশিন' এর মিউজিক ভিডিও প্রকাশের পর থেকেই উন্মাদনায় মেতেছেন লিংকিন পার্ক ভক্তরা।

২০১৭ সালের ২০ জুলাই আত্মহত্যা করেন লিংকিন পার্কের ভোকালিস্ট চেস্টার বেনিংটন। বন্ধু ক্রিস কর্নেলের মৃত্যুর শোক কাটাতে না পেরে বন্ধুর মতোই গলায় ফাঁস দিয়ে মৃত্যুকে বেছে নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিভাবান রকস্টার। চেস্টারের মৃত্যুতে বিহ্বল হয়ে পড়েন কোটি কোটি ভক্ত ও শ্রোতা। আর কোনোদিন লিংকিন পার্ককে মঞ্চে দেখতে পাবেন সে আশাও ছেড়ে দিয়েছিলেন তারা।

কিন্তু কথায় আছে, 'দ্য শো মাস্ট গো অন'। অবশেষে দীর্ঘ সাত বছর পর ফিরেছে লিংকিন পার্ক। শূন্যতার শোকসভা পেরিয়ে প্রকাশ করেছে 'ফ্রম জিরো' অ্যালবামের টাইটেল ট্র্যাক 'দ্য এম্পটিনেস মেশিন' এর মিউজিক ভিডিও। নভেম্বরের ১৫ তারিখ ওয়ার্নার রেকর্ডসের ব্যানারে আসছে তাদের এই নতুন অ্যালবাম।

কেবল নতুন অ্যালবাম নয়, পুরোদমে স্টেজেও ফিরতে যাচ্ছে ব্যান্ডটি। এরইমধ্যে ঘোষণা করা হয়েছে 'ফ্রেম জিরো ওয়ার্ল্ড ট্যুর' এর সময়সূচি। আগামী ১১ সেপ্টেম্বর থেকে ওয়ার্ল্ড ট্যুর শুরু করবে লিংকিন পার্ক। লস অ্যাঞ্জেলেসের কিয়া থেকে শুরু হবে ওয়ার্ল্ড ট্যুর কনসার্ট।, তবে এতগুলো ভালো খবরের মধ্যে সবচেয়ে বেশি আলোড়ল সৃষ্টি হয়েছে ব্যান্ডের নতুন ভোকালিস্টকে নিয়ে।

চেস্টারের মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে ভোকালিস্টের জায়গাটি শূণ্য রেখেই যাত্রা শুরু করে লিংকিন পার্ক। ইন দ্য এন্ড, নাম্ব, ক্রাউলিং এর মতো গানগুলো গাইতেন দর্শকরা। সেই দৃশ্য দেখে চোখ জল আটকে রাখতে পারতেন না খোদ ব্যান্ড সদস্যরাও। অবশেষে বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে নতুন ভোকালিস্টকে নিয়ে শো করেছে লিংকিন পার্ক। জনপ্রিয় রক ব্যান্ড ডেড সারার এমিলি আর্মস্ট্রং-কে ভোকালিস্ট হিসেবে বেছে নিয়েছেন তারা।

ব্যান্ডের মূল সদস্য মাইক শিনোডা, ব্র্যাড ডেলসন, জো হান ও ডেভ ফ্যারেলের বাইরে ড্রামার হিসেবে যোগ দিয়েছেন গি-ফ্লিপের প্রোডিউসার কলিন। চেস্টারের মৃত্যুর পর ব্যান্ডের নিয়মিত ড্রামার রব বার্ডন ধীরে ধীরে নিজেকে ব্যান্ডের কার্যক্রম থেকে গুটিয়ে নিতে শুরু করেন। তাই নতুন ভোকালিস্ট ও ড্রামারকে নিয়ে আবারও নতুন করে মঞ্চ মাতাতে প্রস্তুত লিংকিন পার্ক।

গেল সাত বছর একটা বিশাল শূণ্যতা দেখেছে ব্যান্ড লিংকিন পার্ক। চেস্টারের অনুপস্থিতি টের পাওয়া গেছে প্রতিটি শো-তে। নতুন করে ব্যান্ডটির ফিরে আসা এলপি ভক্তদের জন্য দারুণ এক খবর। আগামীতে আবারও লিংকিন পার্ক জ্বরে কাঁপবে বিশ্ব এমটাই প্রত্যাশা ভক্ত ও শ্রোতাদের।

এসএস