সংস্কৃতি ও বিনোদন
0

বাংলা কার্নিভাল মাতাতে দুবাই যাচ্ছেন নিরব

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে আয়োজন করা হয়েছে বাঙালিদের উৎসব 'বাংলা কার্নিভাল ২০২৪।' আগামী শনিবার (২২ জুন) আলোকজ্জ্বল শহরটির আজমান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এতে অংশ নেবেন চিত্রনায়ক নিরব হোসেন।

এই আয়োজনে অংশ নিতে বৃহস্পতিবার রাতেই দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন 'আব্বাস' খ্যাত এ অভিনেতা।

চিত্রনায়ক নিরব বলেন, 'দেশে ঈদ করেছি। ঈদের আগে নানা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এবার ঈদের পরের ব্যস্ততা দুবায়ে। সেখানে আমাদের বাঙালি ভাই বোনদের নিয়ে আয়োজন করা হয়েছে কার্নিভাল। সেখানে আমি পারফর্ম করবো। আশা করছি বেশ আনন্দের সঙ্গে প্রবাসী ভাইবোনদের সঙ্গে সময়টা কেটে যাবে।'

বাংলা কার্নিভাল ২০২৪ আয়োজন করেছেন বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অন্যতম কর্ণধার অনন্য মামুন। তিনি বলেন, 'এটি দুবাই শহরে সবচেয়ে বড় বাঙালিদের সাংস্কৃতিক আয়োজন। আশা করছি সকলেই বিনোদিত হবেন।'

এই আয়োজনে নিরব হোসেন ছাড়াও চিত্রনায়ক জায়েদ খান, প্রতিক হাসান, প্রীতম হাসান, কলকাতার নায়িকা ইধিকা পালসহ অনেকেই থাকছেন।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর