জবিতে দ্বিতীয় বার্ষিক নাট্যোৎসবের উদ্বোধন

সংস্কৃতি ও বিনোদন
0

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে রোববার সন্ধ্যায় (২৮ জানুয়ারি) ২য় বার্ষিক নাট্যোৎসবের উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। এই উৎসবের আয়োজক বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ।

এসময় বরেণ্য নাট্যজন, সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই উৎসবে বিভাগের স্নাতক সমাপনী পর্বের শিক্ষার্থী নাট্য নির্দেশনা কোর্সের অধীনে নির্মিত দেশি-বিদেশি ৬টি নাটক থাকছে। আর এতে মঞ্চাভিনয়সহ বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীরা।

উদ্বোধনী দিনে মিলনায়তনে রাধামন ধনপুদি ও লেটার টু আ চাইল্ড নেবার বর্ন নামে দুটি নাটক মঞ্চস্থ হয়।

শুভেচ্ছা বক্তব্যে নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ক্যাথরিন পিউরীফিকেশনের প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় নাট্যোৎসবের প্রসঙ্গ আনলে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম ও বরেণ্য নাট্যজন, সাংসদ ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর সহযোগিতার আশ্বাস দেন।

উৎসবের বাকি দুই দিন দুপুর ১২টা ও সন্ধ্যা ৬টায় আরও ৪টি নাটক মঞ্চস্থ হবে। আগামী ৩০ জানুয়ারি এই উৎসবের পর্দা নামবে।