গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে নাট্যোৎসবের বিস্তারিত তুলে ধরেন নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ক্যাথরিন পিউরীফিকেশন। এ সময় বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. কামালউদ্দিন খান, শামস্ শাহরিয়ার কবি, রুবাইয়া জাবীন প্রিয়তা, প্রভাষক আফরিন হুদা তোড়া ও কৃপাকণা তালুকদার উপস্থিত ছিলেন।
এই উৎসবে বিভাগের স্নাতক সমাপনী পর্বের শিক্ষার্থী নাট্য নির্দেশনা কোর্সের অধীনে নির্মিত দেশি-বিদেশি ৬টি নাটক থাকছে। আর এতে মঞ্চাভিনয়সহ বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীরা।
কী ধ্বনি বাজে, গহন চেতনা মাঝে প্রতিপাদ্যে এবারের উৎসব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। নাট্যোৎসবের উদ্বোধন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এবং উদ্বোধনী নাট্যভাষণ দেবেন নাট্যজন, সাংসদ ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

উদ্বোধনী দিন দুপুর ১২টায় মঞ্চস্থ হবে মোহাম্মদ খোরশেদ আলমের নাট্যরূপে নির্মিত রাধামন ধনপুদি। এটি নির্দেশনা দিয়েছেন বিভাগের সদ্য শেষ হওয়া স্নাতক সমাপনী পর্বের শিক্ষার্থী পরমা রাহা, মিল্টন চাকমা, প্রিয়া বণিক ও আলিমুল ইসলাম। একইদিনে সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হবে ওরিয়ানা ফাল্লাচ্চি রচিত লেটার টু আ চাইল্ড নেবার বর্ন। এ নাটকে নির্দেশনা দিয়েছেন সদ্য শেষ হওয়া স্নাতক সমাপনী পর্বের শিক্ষার্থী জোবায়দা ফয়সাল ইভা, ইব্রাহিম জামান এলিন, শামিমা আক্তার স্বর্ণা ও ইব্রাহিম হোসেন সানিম।
দ্বিতীয় দিন মঞ্চস্থ হবে দুপুর ১২টায় মন্মথ রায় রচিত রক্তকদম। এটি নির্দেশনা দিয়েছেন বিভাগের সদ্য শেষ হওয়া স্নাতক সমাপনী পর্বের শিক্ষার্থী শফিকুল ইসলাম সাইফুল, আরিফুর ইসলাম ও লামিয়া। একইদিন সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হবে বুদ্ধদেব বসু রচিত তপস্বী ও তরঙ্গিনী। এতে নির্দেশনা দিয়েছেন বিভাগের সদ্য শেষ হওয়া স্নাতক সমাপনী পর্বের শিক্ষার্থী শাকিল আহমেদ, উচ্ছ্বাস তালুকদার ও সাবিহা হক।
জমকালো এ উৎসবের পর্দা নামবে ৩০ জানুয়ারি। এদিন বিভাগীয় চেয়ারম্যানের সভাপতিত্বে নাট্যভাষণ দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

সমাপনী দিন দুপুর ১২টায় আগস্ট স্ট্রিন্ডবার্গ রচিত মিস জুলি মঞ্চস্থ হবে। এ নাটকে নির্দেশনা দিয়েছেন বিভাগের সদ্য শেষ হওয়া স্নাতক সমাপনী পর্বের শিক্ষার্থী নাফিস ইসমাম তাশিক ও আনিকা ইবনাত অনামিকা। এ উৎসবের পর্দা নামবে মন্মথ রায় রচিত যমালয়ে এক বেলা মঞ্চস্থের মধ্য দিয়ে। এ নাটকে নির্দেশনা দিয়েছেন বিভাগের সদ্য শেষ হওয়া স্নাতক সমাপনী পর্বের শিক্ষার্থী মো. মানিউর ইসলাম নিবিড়, জান্নাতুল ফেরদৌস রুনা ও শাহিনুল ইসলাম সাগর।
শিক্ষার্থী নাট্য নির্দেশনা কোর্সের শিক্ষক ও সহকারী অধ্যাপক শামস্ শাহরিয়ার কবি বলেন, নাট্যকলার শিক্ষার্থী হিসেবে নাট্য নির্দেশক তৈরি করা ও পেশাগত থিয়েটারে উৎসাহিত করা নাট্য নির্দেশনা কোর্সের কাজ। আশা করি, প্রাতিষ্ঠানিক এ শিক্ষা তরুণ এ নির্দেশকদের ভবিষ্যতে কাজে দেবে।
নাটকের টিকিট নাটক শুরুর আগে মঞ্চায়নের স্থান থেকে সংগ্রহ করা যাবে। টিকিটের মূল্য জবি শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা এবং বাইরের দর্শকের জন্য ১০০ টাকা।