সন্ধ্যায় রাজধানীর কাকরাইল মসজিদের মোড়ে আন্দোলনকারীরাদের পক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ ঘোষণা দেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রঈছ উদ্দীন।
তিনি বলেন, 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি সুস্পষ্ট বাস্তবায়ন হয়েছে, আন্দোলনকারীরা সন্তুষ্ট। শিক্ষার্থীদের সকল দাবি পূরণ হয়েছে।'
এর আগে জবির তিন দফা দাবি অন্তর্বর্তী সরকার মেনে নিয়েছে বলে জানানো হয়। আগামী সাত দিনের মধ্যে এসব বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
তিনি জানান, অর্থ মন্ত্রণালয় ও উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
এসময় পানি পান করিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনশন ভাঙান ইউজিসি চেয়ারম্যান।
আরো পড়ুন:
আবাসন সংকট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নসহ চার দফা দাবিতে শুক্রবার তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন জবির শিক্ষক-শিক্ষার্থীরা। দাবি আদায়ে আজ বিকেল ৩টা ৪৫ মিনিটে কাকরাইল মোড়ে অনশন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা।