বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি থেকে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য ছাড়া চলমান অবস্থান কর্মসূচি চলবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। ১৬ মে (শুক্রবার) সকাল দশটায় বর্তমান শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে সাবেকদের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হবে৷ দাবি না মানলে জুমার নামাজের পর গণ অনশন শুরু হবে।
আগামীকাল শুক্রবার সাবেক বর্তমান শিক্ষার্থী-শিক্ষক সমাবেশ হবে। বাদ জুমা থেকে গণঅনশন কর্মসূচি পালন শুরু হবে।
আরো পড়ুন:
১৪ মে’কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালো দিবস হিসেবে ঘোষণা করেছেন আন্দোলনরত জবি শিক্ষার্থীরা। এদিন শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে এই দিবসের ঘোষণা দেয়া হয়েছে।
অধ্যাপক রইছ উদ্দীন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার আগে উপদেষ্টা মাহফুজের ওপর বোতল নিক্ষেপকারী ছাত্রকে আইনের আওতায় আনা যাবে না। বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’